ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

নায়িকা গোসল করতেন বরফগলা জলে, কারণটা জানলে অবাক হবেন

২০২৫ আগস্ট ৩০ ১০:১২:৩৭
নায়িকা গোসল করতেন বরফগলা জলে, কারণটা জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদক: সময় বদলেছে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে। এখন ইন্ডোর হোক বা আউটডোর শুটিং, নায়ক-নায়িকাদের আরাম-সুবিধার জন্য বিলাসবহুল সব ব্যবস্থাই থাকে। কিন্তু প্রায় ২৭ বছর আগে পরিস্থিতি একদম আলাদা ছিল।

১৯৯৮ সালের কথা, তখন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শতাব্দী রায় ‘রাজা রানি বাদশা’ ছবির শুটিং করছিলেন। পরিচালক হরনাথ চক্রবর্তীর এই ছবি বক্স অফিসে সুপারহিট হয়। তবে শুটিংয়ের সময় শতাব্দী কতটা কষ্টে পড়েছিলেন, তা এখনো তিনি স্মরণ করে শেয়ার করেন।

শতাব্দী জানান, বাঁকুড়ার মুকুটমণিপুরে শুটিং চলাকালীন প্রচণ্ড গরমে নাজেহাল হতে হয়েছিল। সেখানে লো ভোল্টেজের কারণে এসির কোনো ব্যবস্থা ছিল না, এমনকি মেকআপ ভ্যানও ছিল বিলাসিতা। গরম এতটাই তীব্র ছিল যে রাস্তায় কুকুরগুলো দাঁড়াতেও পারছিল না।

শুটিংয়ের এক দৃশ্যে নাচতে হয়েছিল শতাব্দীকে। গরমের কথা পরিচালককে জানানোর পর প্রযোজক ও পরিচালক একটি ফন্দি বের করেন। বাইরে থেকে প্রতিদিন এক বালতি বরফ আনা হতো, যা বরফগলা জল দিয়ে শতাব্দী গোসল করতেন। এই বরফগলা জল ছিল গরম থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায়, এসির বিকল্প।

আজ শতাব্দী বলেন, শুটিংয়ের সেই কঠিন সময়গুলো আজ তাঁর জন্য সুখস্মৃতি ছাড়া কিছুই নয়। “যখন ‘রাজা রানি বাদশা’ হিট হয়, তখন সমস্ত কষ্ট মধুর স্মৃতিতে পরিণত হয়,” যোগ করেন তিনি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে