ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে রুমিন ফারহানার ভবিষ্যদ্বাণী

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৮:০০:৫৭
আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে রুমিন ফারহানার ভবিষ্যদ্বাণী

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেও আওয়ামী লীগ আবারো ক্ষমতায় ফিরে আসতে পারে। তিনি সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন আলোচনায় এই কথা বলেছেন।

রুমিন ফারহানা ভাষ্যমতে,“অন্তর্বর্তী সরকার যদি সামগ্রিকভাবে একটি ‘smooth landing’ চেয়েছিল—বিশেষ করে গত ১৫ বছর চালানো ঝড়ের পর ২৪ সালের আগস্ট ও জুলাইয়ের পরিস্থিতি পরবর্তীতে মোকাবেলা করে এক বছরেই দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারতো—তাহলে আজকের বনানী ও ধানমন্ডির ঝটিকা মিছিল এবং ফেসবুকে ভাইরাল টেলিফোন কনভারসেশনগুলো একটিও ঘটতে পারতো না। তবে অন্তর্বর্তী সরকার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।”

তিনি আরও যোগ করেন,“অপারেশনগুলো যদি গত এক বছর ধরে বিভিন্ন ফর্ম ও প্রক্রিয়ায় প্রতিনিয়ত চলতো — তাহলে মানুষ হয়তো ধর্মের পক্ষে থাকবে না, যারা সমালোচনা করেছিল, আজ তাদেরই প্রশ্ন উঠবে।”

রুমিন ফারহানা উল্লেখ করেন,“নির্বাচনে এখনও চার মাস বাকি। সম্ভাব্য জোট বিষয়ে এখনও কিছু নির্দিষ্ট জানা যায়নি। তবে অতীতের পরিস্থিতির মতো নির্বাচনে ‘নৌকা’ ছাড়ামাত্র বা বিরোধী প্রার্থীদের ইঙ্গিতযুক্ত পোস্টারে ‘নৌকা’ লাঙ্গলের নিদর্শন দেখে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়নি—এ ধরনের নির্বাচন আমি একটি নাগরিক, আইনজীবী ও রাজনৈতিক কর্মী হিসেবে চাই না।”

তিনি আরও বলেন,“কোনো দল যদি অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পায়—সেকেন্ড, থার্ড, ফোর্থ থেকে কেউ এসে প্রতিযোগিতা না করে একমাত্র জোট প্রার্থীকে সমর্থন করে, সেটাও কোনো সুফল বয়ে আনবে না। কারণ ভোটাররা সেই দৃষ্টিকোণ থেকে ভোট দিতে পারেন না।”

রুমিন ফারহানার ভঙ্গি থেকে বোঝা যায়, তিনি বেফাঁস রাজনৈতিক প্রক্রিয়ায় গভীর উদ্বিগ্ন। সরকারের ব্যর্থতা বা সমৃদ্ধ নির্বাচন কাঠামোর অভাবে আওয়ামী লীগের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা তিনি উল্লেখযোগ্যভাবে দেখছেন। তবে বিএনপি শীর্ষ নেতৃত্বের সাথে জোট বিষয়ক সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে