ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

 যে কারণে ‘বুম্বা’ ডাকা হয় প্রসেনজিৎকে

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৫:৩২:৩৭
 যে কারণে ‘বুম্বা’ ডাকা হয় প্রসেনজিৎকে

নিজস্ব প্রতিবেদক : টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় — যিনি 'বুম্বা দা' নামেই বেশি পরিচিত। প্রায় চার দশক ধরে বাংলা সিনেমায় নিজের আধিপত্য ধরে রাখা এই অভিনেতাকে ইন্ডাস্ট্রির ‘স্তম্ভ’ হিসেবেই দেখা হয়। কিন্তু অনেকেই জানেন না, কেন তাকে ‘বুম্বা’ নামে ডাকা হয়। সেই রহস্যের পেছনে আছে তার শৈশবের এক মজার গল্প।

এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ নিজেই জানিয়েছেন তার ডাকনামের উৎস। তিনি বলেন, ছোটবেলায় তিনি ছিলেন খুব ‘সাউন্ড-লাভার’। ছোট্ট প্রসেনজিৎ সবসময় আওয়াজ করে মজা করতেন— “ঢিক-ঢাক, ঢিশুম-ঢিশু”— আর সঙ্গে থাকত “বুম... বুম” ধ্বনি। তার বাবা, কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ছেলের সেই “বুম” আওয়াজ শুনে মজা করে জুড়ে দিতেন “বা”! ব্যস, সেখান থেকেই জন্ম নেয় ‘বুম্বা’ নামটি।

প্রসেনজিৎ জানান, শিশুশিল্পী হিসেবে তার প্রথম সিনেমা ছিল ‘জিজ্ঞাসা’। সেখানেও তিনি ‘বুম্বা’ নামেই পরিচিত ছিলেন। মা ডাকতেন ‘বুম’, আর পরিবারের অন্য সদস্যদের কাছে তিনি ছিলেন ‘বুড়ুন’।

১৯৮৩ সালে ‘দুটি পাতা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করা প্রসেনজিৎ এখন পর্যন্ত ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি শুধু বাণিজ্যিক সিনেমাতেই নন, বরং ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকদের আর্ট ফিল্মেও নিজের অসাধারণ অভিনয় দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। বহু মানুষ তাকে ‘বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি’ বলেও সম্মানিত করেন।

প্রসেনজিতের ‘বুম্বা’ নাম এখন শুধু একটি ডাকনাম নয়— বাংলা সিনেমার ইতিহাসে এটি একটি আইকনিক পরিচয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে