ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

তালিকাভুক্তির ১৪ বছরে প্রথম ‘নো ডিভিডেন্ড’

২০২৫ আগস্ট ৩০ ০৬:৫৪:৪০
তালিকাভুক্তির ১৪ বছরে প্রথম ‘নো ডিভিডেন্ড’

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্তির ১৩ বছর পর প্রথমবারের মতো কোনো ডিভিডেন্ড দিচ্ছে না প্রিমিয়ার ব্যাংক পিএলসি। এই 'নো ডিভিডেন্ড' ঘোষণার পাশাপাশি চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটি শতকোটি টাকার বেশি লোকসানের খবর প্রকাশ করেছে, যা বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ তৈরি করেছে।

বুধবার (২৭ আগস্ট) নবগঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ সালের বার্ষিক এবং চলতি বছরের প্রথম দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত জানানো হয়। পরদিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে এই তথ্য বিনিয়োগকারীদের সামনে আসে।

ডিএসই’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে প্রিমিয়ার ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছিল ১৩৪ কোটি টাকা, যা তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালের ৪১৬ কোটি টাকা মুনাফার তুলনায় প্রায় ৬৮ শতাংশ কম। এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ২৮২ কোটি টাকা।

অথচ, এর আগে প্রতি বছরই ব্যাংকটি নিয়মিতভাবে শেয়ারহোল্ডারদের ক্যাশ বা বোনাস ডিভিডেন্ড দিয়ে আসছিল। সর্বশেষ ২০২৩ সালের জন্য তারা সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

এদিকে, চলতি বছরের প্রথমার্ধে প্রিমিয়ার ব্যাংকের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকটি ১৩৭ কোটি টাকা লোকসান গুনেছে। ফলে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সায়। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটি ১৯৫ কোটি টাকা লাভ করেছিল।

২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার ব্যাংক তার শক্তিশালী মৌলভিত্তির কারণে 'এ' ক্যাটাগরিতে ছিল। প্রতিষ্ঠার পর থেকে এটি আওয়ামী লীগ নেতা এইচ বি এম ইকবাল ও তার পরিবারের নিয়ন্ত্রণে ছিল। তবে, গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এইচ বি এম ইকবালের পরিবারকে পর্ষদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে একজন শেয়ারহোল্ডার পরিচালক এবং পাঁচজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে একটি নতুন পর্ষদ গঠন করা হয়। এই নতুন পর্ষদই আটকে থাকা আর্থিক প্রতিবেদনগুলো অনুমোদন করে।

লাভের পরিবর্তে লোকসানের খবর এবং ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার শেয়ারবাজারে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম কমে যায়। লেনদেনের শেষে প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা বা প্রায় দেড় শতাংশ কমে ৬ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। এদিন ব্যাংকটির ১৪ লাখ ৮৮ হাজার শেয়ার হাতবদল হয়, যার মোট বাজারমূল্য ছিল ১ কোটি টাকার বেশি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে