ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

নুরকে বেধড়ক পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তির পরিচয় 

২০২৫ আগস্ট ৩০ ০৯:২৬:২৬
নুরকে বেধড়ক পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তির পরিচয় 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের (জিওপি) মিছিলে হামলার অভিযোগ উঠেছে। জিওপির দাবি, আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদে রাত ৮টার পর কাকরাইলে মশাল মিছিল বের করে জিওপি। একপর্যায়ে জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা জিওপির সভাপতি নুরুল হক নুর-এর ওপর লাঠিচার্জ করছেন। এ সময় লাল টি-শার্ট পরা এক ব্যক্তি ‘জুলাই ভরে দেব’ বলে চিৎকার করে নুরকে বেধড়ক মারধর করে।

পরবর্তীতে আরও একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের হাতে লাঠি থাকা ওই ব্যক্তিকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে লাল টি-শার্ট পরা ওই ব্যক্তিকে শনাক্তের জন্য কয়েকটি টিম কাজ করছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় না জানা থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুরসহ জিওপির অন্তত ৮ জন নেতাকর্মী ও এক পুলিশ কর্মকর্তা। আহতদের মধ্যে রয়েছেন:রাশেদ খান (৩২),হাসান তারেক (২৮),ফারজানা কিবরিয়া (৩০),মইনুল ইসলাম (৩৫),মেহবুবা ইসলাম (৩০),আবু বক্কর (৩০),তারেক আজাদ (২৫),পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমান (৪২),তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিওপির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে পুলিশ ও সেনা সদস্যরা প্রথমে হামলা করেন। পরে লাল টি-শার্ট পরা ব্যক্তি নুরকে মারধর করে। তাদের দাবি, ওই ব্যক্তি ডিবি বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার সদস্য হতে পারেন।

গণঅধিকার পরিষদ এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে। সংগঠনের মিডিয়া সমন্বয়ক আবু হানিফ জানান, জাপার কার্যালয়ের সামনে ৩-৪ শতাধিক লোক উপস্থিত ছিল, যাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরাও থাকতে পারেন।

এই ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্ত এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে