ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

জাতীয় পার্টির ভবিষ্যত নিয়ে জাহেদের বড় প্রশ্ন

২০২৫ আগস্ট ৩০ ১২:২২:৪৫
জাতীয় পার্টির ভবিষ্যত নিয়ে জাহেদের বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: গতকাল সন্ধ্যার পর থেকে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা। মারাত্মক আহত নুরকে নিয়ে চলছে নানা আলোচনা, যেখানে অভিযোগ রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাই এই হামলার জন্য দায়ী। যদিও ভিডিও ফুটেজে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার নয়, তথাপি রাশেদ খানসহ অন্যান্য নেতাদের বক্তব্য থেকে এ ঘটনার সত্যতা প্রতীয়মান হচ্ছে। সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জাহেদ উর রহমান বলেন, "এই হামলাকে আমরা বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখতে পারি না। এর পেছনে একটি সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তাদের পরিকল্পনা হতে পারে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার। নূরের ওপর হামলার পর থেকে দেখা যাচ্ছে, এনসিপি ও গণ অধিকার পরিষদ এই বিষয়ে জোরালো আলাপ করছে।"

তিনি আরও বলেন, "নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানাই আমরা। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের ইতিহাস নতুন নয়। বর্তমান সরকারের আমলে পুলিশ বাহিনী অনেকটাই ‘মিলিটারাইজড’ হয়ে গেছে। একই সঙ্গে সেনাবাহিনীকে নিয়মিতভাবে মাঠে নামানোও কোনো সুস্থ দৃষ্টান্ত নয়। সেনাবাহিনীর মূল প্রশিক্ষণ যুদ্ধক্ষেত্রের জন্য, জনশৃঙ্খলা রক্ষার জন্য নয়। দীর্ঘ সময় মাঠে থাকার ফলে তাদের প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্নীতির প্রবণতাও বেড়েছে। যদি কোনো উসকানি ছাড়া নূরের ওপর হামলা হয়, তা অত্যন্ত অন্যায়। এ ঘটনায় স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত প্রয়োজন।"

জাহেদ আরও জানান, "ঘটনার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু হয়েছে এবং তাদের অফিসে মিছিলের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি মনে করি, এই ধরনের পদক্ষেপ রাজনৈতিকভাবে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন। যেহেতু জাতীয় পার্টি এখনও বৈধ রাজনৈতিক দল, তাই তাদের অফিস রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তবে গণ অধিকার পরিষদের পদক্ষেপ পরিস্থিতি উত্তপ্ত করার পটভূমি তৈরি করেছে।"

তিনি বললেন, "মূল বিষয় হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রচেষ্টা কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া নয়। বরং এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে জটিল করে তুলছে। জাতীয় পার্টি নির্বাচনে থাকলে কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনকি নির্দলীয় প্রার্থীদের মাধ্যমে কিছু জেলায় জয়ী হতে পারে। জামায়াত ও এনসিপি নির্বাচনে না গেলে, মাঠে কেবল বিএনপি ও তাদের মিত্ররা থাকবে, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে। সেই সুযোগ কাজে লাগাতেই হয়তো জাতীয় পার্টিকে সরানোর প্রচেষ্টা চলছে।"

শেষে তিনি বলেন, "দেশের অস্থিরতা এড়াতে আমাদের উচিত এখনই এই পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। নির্বাচন বানচালের বা পেছানোর যেকোনো প্রয়াস প্রতিহত করতে হবে। এর জন্য দরকার সত্য উদঘাটন, ন্যায়বিচার ও রাজনৈতিক সংযম।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে