ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

কাকরাইলের ইস্যুতে সেনাবাহিনীর ব্যাখ্যা

২০২৫ আগস্ট ৩০ ১০:২২:২০
কাকরাইলের ইস্যুতে সেনাবাহিনীর ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর কাকরাইলে রাজনৈতিক সহিংসতার ঘটনায় শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে—এমনটি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ওই ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।

২৯ আগস্ট রাত ৮টার দিকে কাকরাইল এলাকায় দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি বেপরোয়া হলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী বারবার উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানালেও তারা মব ভায়োলেন্সে লিপ্ত হন। রাত ৯টার দিকে মশাল মিছিল থেকে ইট-পাটকেল ও আগুন লাগানোর চেষ্টা শুরু হয়।

সহিংসতার কারণে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল ব্যাহত হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিকে সমর্থন করে এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে প্রস্তুত রয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে