ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

ইসরাইলকে বড় ধাক্কা দিল তুরস্ক

২০২৫ আগস্ট ৩০ ১২:০৭:৫৫
ইসরাইলকে বড় ধাক্কা দিল তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। সর্বশেষ তুরস্ক ঘোষণা দিয়েছে, তারা ইসরাইলি বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছে এবং তুর্কি বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) তুর্কি সংসদের এক বিশেষ অধিবেশনে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান, ইসরাইলের সঙ্গে তুরস্কের সব ধরনের অর্থনৈতিক সম্পর্কও সম্পূর্ণভাবে ছিন্ন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,“গত দুই বছর ধরে বিশ্ববাসীর চোখের সামনে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মানবিক মূল্যবোধকে সম্পূর্ণ অগ্রাহ্য করছে তেলআবিব। তাই আমরা এখন তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছি। তুরস্কের কোনো জাহাজ ইসরাইলি বন্দরে যাবে না এবং আমাদের আকাশসীমায় ইসরাইলি বিমান প্রবেশ করতে পারবে না।”

এর আগে ২০২৪ সালের মে মাসেই তুরস্ক ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়। তখন আঙ্কারার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল— গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ত্রাণ প্রবেশের নিশ্চয়তা।

তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইসরাইল ও তুরস্কের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার।এই সিদ্ধান্তের মাধ্যমে গাজায় চলমান সংঘর্ষে ইসরাইলের বিরুদ্ধে তুরস্কের অবস্থান আরও সুস্পষ্ট হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে