ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

নুর ইস্যুতে সতর্কবার্তা দিলেন তারেক রহমান

২০২৫ আগস্ট ৩০ ১১:১১:০৪
নুর ইস্যুতে সতর্কবার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা ও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,“নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি।”

তিনি বলেন, এ ধরনের সহিংসতা জাতীয় নির্বাচন ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে, এবং সবাইকে সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

তারেক রহমান বলেন,“বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে ক্ষমতায়ন করতে হবে।”

তিনি সরকারের প্রতি আলোচিত এই হামলার নিরপেক্ষ তদন্ত করারও দৃঢ় আহ্বান জানান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে