ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

অডিও নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সতর্কতা

২০২৫ আগস্ট ৩০ ১১:৫৫:৩৫
অডিও নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর নামে একটি ভুয়া বা এআই-জেনারেটেড অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, ওই অডিওটি প্রকৃতপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো উপায়ে তৈরি বিকৃত কণ্ঠস্বর। যারা স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ শুনেছেন, তারা সহজেই বুঝতে পারবেন এটি তার কণ্ঠ নয়।

ওই ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে ‘ইসমাইল চৌধুরী সম্রাট’ নামের বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে একটি অজ্ঞাতনামা পুলিশ অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে নির্দেশনা দিতে শোনা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন ভুয়া অডিও রেকর্ড তৈরি করে ছড়িয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষ ভুল তথ্য ও বিভ্রান্তিতে পড়ে। এতে জনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং আইন ও সত্য তথ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। মন্ত্রণালয় এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, মন্ত্রণালয় এ ধরনের অসত্য অডিও তৈরি ও প্রচারের জন্য দায়ীদের সনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সবাইকে সতর্ক করা হচ্ছে, ভুয়া কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দিতে যাঁরা লিপ্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে