ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

আস্থার সংকট কাটাতে শেয়ারবাজারে বড় উদ্যোগ নিচ্ছে সরকার

২০২৫ আগস্ট ৩০ ১১:১৭:২৭
আস্থার সংকট কাটাতে শেয়ারবাজারে বড় উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে সরকারের শেয়ার থাকা ১০টি বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি কোম্পানি থেকে সরকারি মালিকানার ৫ শতাংশ এবং বিদেশি অংশীদারদের ৫ শতাংশ—মোট ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। বাজার বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।

তালিকাভুক্তির জন্য প্রস্তাবিত ১০টি বহুজাতিক ও রাষ্ট্রীয় কোম্পানি হলো: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সাইনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

এ প্রসঙ্গে শিল্প, বাণিজ্য, জ্বালানি ও খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বিভাগের সচিবদের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।

শেয়ারবাজার বিশ্লেষক আল আমিন বলেন, “সরকারি ও বিদেশি অংশীদারিত্বের এই শেয়ার ছাড় শেয়ারবাজারে তারল্য এবং আস্থার সংকট কাটাতে সহায়ক হবে।” তবে এর আগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তালিকাভুক্তি নিয়ে একাধিক উদ্যোগ প্রশাসনিক জটিলতায় সফল হয়নি বলেও তিনি মনে করিয়ে দেন।

বর্তমানে শেয়ারবাজার নানা অনিশ্চয়তা, অব্যবস্থাপনা ও সিন্ডিকেট প্রভাবের কারণে সংকটে রয়েছে। ভালো কোম্পানি থাকা সত্ত্বেও শেয়ারদর কম এবং বিনিয়োগকারীদের আগ্রহও হ্রাস পেয়েছে। এ অবস্থায় সরকারের নতুন এই পদক্ষেপ বাজারে স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে