ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

আইসিইউ থেকে নুরের বার্তা!

২০২৫ আগস্ট ৩০ ০৯:৫৭:০৪
আইসিইউ থেকে নুরের বার্তা!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। শনিবার সকাল ৭টা ৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানানো হয়, তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছুটা হুঁশ ফিরেছে।

স্ট্যাটাসে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানানো হয়। সেখানে দুটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায়—নুর হাসপাতালের বেডে শুয়ে আছেন, মুখে অক্সিজেন মাস্ক এবং নাকে ব্যান্ডেজ লাগানো।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নুর গুরুতর আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, নুর রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছেন। তার মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে, নাক ফেটে গেছে।

নুরুল হক নুরের অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও তিনি এখনো আইসিইউতে রয়েছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে