ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০২৪ জুলাই ০৮ ১০:২৪:০৬
আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (০৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পাঁচ বাংলাদেশি ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন।

বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।

জানা যায়, সকালে তারা কাজের জন্য আবুধাবি যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি আবুধাবি রোডে সাহামা এলাকায় পৌঁছালে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে