ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

২০২৪ জুন ১৫ ২৩:১৪:০৮
ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সোমবার ঈদুল আজহা পালিত হবে। ঈদ উদযাপন ও কুরবানির প্রস্তুতিতে নাগরিক ও প্রবাসীদের কাটছে ব্যস্ত সময়।

প্রতিবারের মত এবারও রাজধানী মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

সাধারণত সুলতান, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ পেশাজীবীরা মাস্কাটেই ঈদের নামাজ আদায় করেন। এবার মাস্কাটে সকাল ৬.০৫ মিনিটে ঈদের জামাত শুরু হবে।

এছাড়া ওমানের সব যায়গাতেই সূর্যোদয়ের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

এরমধ্যে সালালায় জামাত শুরু হবে ৬ টা ৩৫ মিনিটে, ইব্রিতে ৬ টা ১৩, নিজুয়ায় ৬ টা ১০ এবং খাসাবে ৬ টা ০৮ মিনিটে নামাজ আদায় হবে।

পাশাপাশি ইব্রায় ৬ টা ০৬ এবং হাইমায় জামাত শুরু হবে ৬ টা ২১ মিনিটে। এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এই সময়ের সাথে সমন্বয় করে নামাজ শুরু হবে।

আল বুরাইমিতে ৬ টা ১৪, সোহারে ৬ টা ১০, আল রুস্তাকে ৬ টা ০৯ এবং সুরে নামাজ হবে ৬ টা ০৩ মিনিটে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে