ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

ওমানের ভিসা নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে স্বাগত জানাল বাংলাদেশ

২০২৪ জুন ১২ ২২:২১:৫০
ওমানের ভিসা নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রবাস ডেস্ক : গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কয়েকটি ক্যাটাগরির ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ওমান সরকার। দেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

ওমান সরকারের বরাত দিয়ে ঢাকায় ওমানি দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছাড়প্রাপ্ত ভিসা শ্রেণীগুলির মধ্যে রয়েছে : সমস্ত অফিসিয়াল ভিসা, পারিবারিক ভিসা, জিসিসি দেশগুলিতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটর ভিসা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং উচ্চ আয়ের পর্যটক।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন থেকে স্থানীয় দূতাবাস রয়্যাল ওমানি পুলিশের সাথে সমন্বয় করবে এবং এই ক্যাটাগরির জন্য সমস্ত ভিসা আবেদন ও নথিপত্র সংগ্রহ ও প্রক্রিয়া করবে।

দূতাবাস আরও আশ্বস্ত করেছে যে ওমান এবং বাংলাদেশ উভয় কর্তৃপক্ষই কাজের ভিসার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কাজ করছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে ২০২৩ সালের অক্টোবর মাসে রয়্যাল ওমান পুলিশ ওমানের সামগ্রিক অভিবাসন নীতি পর্যালোচনা করার জন্য সরকারী বা দাপ্তরিক উদ্দেশ্য ব্যতীত সমস্ত ভিসার বিভাগে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে