ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

কানাডার টরেন্টোতে ৭ দিনের নাট্য কর্মশালা শুরু

২০২৪ জুন ০৯ ১২:৪৩:১৩
কানাডার টরেন্টোতে ৭ দিনের নাট্য কর্মশালা শুরু

প্রবাস ডেস্ক : কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী নাট্য কর্মশালা। কর্মশালা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।

কর্মশালার উদ্বোধন করে টরন্টো থিয়েটার ফোক্সের ইমামুল হক করেন, টরন্টোতে নিয়মিত নাটক প্রদর্শনী শুরুর লক্ষ্যে নাট্যকর্মীর সংখ্যা বাড়ানো জরুরি। এই লক্ষ্যেকে সামনে রেখেই এই কর্মশালার আয়োজন। প্রায় ২০ জন সাংস্কৃতিক কর্মী ও নাট্যকর্মী এ কর্ম শালায় অংশ নেন।

কর্মশালায় অভিনয়, মঞ্চ পরিকল্পনা, আলো পরিকল্পনা, আবহ সঙ্গীত, মেকআপ এবং মঞ্চ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। একটি নাটককে সফলভাবে মঞ্চস্থ করার জন্য যা যা প্রয়োজন, সঠিকভাবে এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।

নাটককে বলা হয় সমাজের দর্পণ। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, সামাজিক সচেতনতা তৈরি করতে, জনকল্যাণের জন্য যে কোনো সামাজিক আন্দোলনকে বেগবান করতে, সামাজিক রুচি পরিবর্তনের জন্য নাটক একটি শক্তিশালী হাতিয়ার।

এই নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন নাট্যকার মাহমুদুল ইসলাম সেলিম এবং সমন্বয়ক হিসেবে থাকবেন শারমিন শরীফ শর্মি। মাহমুদুল ইসলাম সেলিম।

কর্মশালার প্রশিক্ষক নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম বলেন, 'টরন্টোর নানান অনুষ্ঠান রেখে বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের মূল ব্যক্তিবর্গ এই কর্মশালাতে যুক্ত হয়েছেন দেখে আমি অভিভূত।

তিনি বলেন, এই যেন বাংলা নাট্যের প্রতি ভালবাসারই প্রতিচ্ছবি! প্রবাসের প্রতিটি শহরে বাংলা নাটক তথা বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে