ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

প্রবাসীদের সম্পদ ও পরিবারের সুরক্ষার আহ্বান

২০২৪ মে ২৫ ১০:০২:৩৬
প্রবাসীদের সম্পদ ও পরিবারের সুরক্ষার আহ্বান

প্রবাস ডেস্ক : প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে পরিবারের জন্য কিছু করতে গেলে স্থানীয় প্রভাবশালী মহল ও বখাটের হামলা-মামলাসহ নানাভাবে হয়রানির শিকার হন।

আর তাই প্রবাসীদের সম্পদ ও পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রশাসনকে দ্রুত সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন কুয়েত প্রবাসীরা।

বাংলাদেশ আওয়ামী লীগ আল জাহরা, কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল হকের এক বিদায়ী সংবর্ধনা সভায় এসব দাবি তুলে ধরেন প্রবাসীরা।

বাংলাদেশ আওয়ামী লীগ আল জাহার শাখার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আল জাহারা শাখার উপদেষ্টা হাজী ইউনুস। বিশেষ অতিথি ইব্রাহিম চৌধুরী, ইসমাইল হোসেন হাওলাদার, মীর আহমেদ, এনামুল কবির মামুনসহ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে