ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

ওমানে কোম্পানির অবহেলার বলি হয়ে গৃহবন্দী বাংলাদেশি

২০২৪ মে ২৩ ২২:৪০:৩৮
ওমানে কোম্পানির অবহেলার বলি হয়ে গৃহবন্দী বাংলাদেশি

প্রবাস ডেস্ক : ভাগ্যের চরম নিষ্ঠুরতায় ওমানে এক বাংলাদেশি গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। চলতি মাসের শুরুর দিকে স্থানীয় এক নারী গাড়ি চালকের বেপরোয়া গতির বলী হন জসিম নামের ওই প্রবাসী।

এ ঘটনায় হাসপাতালে ভর্তি থাকার ৭ দিন পর তিনি জ্ঞান ফিরে পান। তবে তার কোম্পানির ম্যানেজার ও তার সহযোগীর অমানবিকতার কারণে সে এখন অচল এবং অমানবিক জীবনযাপন করছে।

গত পহেলা মে মোটরসাইকেলে তালাবাত কম্পানির ডেলিভারি কাজে যাচ্ছিলেন প্রবাসী জসিম। পথে ওই ওমানি নারী চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দেন, মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জসিম। পরে পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেশটির কোলা হাসপাতালে পাঠায়।

আহত জসিম জানান, কিছুটা সুস্থ হওয়ার পর কোম্পানির মিশরী ম্যানেজার, সুদানি একাউন্টেন্ট এবং পাকিস্তানি ফোরম্যান মিলে ইন্সুরেন্স কোম্পানির সাথে আতাত করে তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনে। এখন অন্যায়ভাবে কোম্পানি ইন্সুরেন্স থেকে বঞ্চিত করছে। দীর্ঘ ১১ বছর ধরে ওমানে থাকা চট্টগ্রামের জসিম পারিবারিক জীবনে ২ মেয়ে ১ ছেলে সন্তান রয়েছে তার। চরম সংকটের এই সময়ে তিনি বাংলাদেশ সোশ্যাল ক্লাব, চট্টগ্রাম সমিতিসহ বিত্তবান ওমান প্রবাসীদের সহায়তা চেয়েছেন।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে