ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি আরবে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু, পরিবারের দাবি হত্যা

২০২৪ মে ২২ ১৬:১৬:১৯
সৌদি আরবে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু, পরিবারের দাবি হত্যা

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্যাবেট সিটি এলাকায় মাদারীপুরের শিবচরের সুমন হাওলাদার (৩৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

পরিবারের দাবি করেছে সুমনকে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানিয়েছে মরহুমের পরিবার।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় সুমনের মৃত্যুর খবর শুনে পরিবারে শোকের মাতম নেমে আসে। খবর পেয়ে প্রতিবেশীরা সহানুভূতি জানাতে ভিড় করছে মরহুমের গ্রামের বাড়িতে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের মুদি ব্যবসায়ী দাদন হাওলাদারের দুই ছেলে ও এক মেয়ে। তাদের মধ্যে বড় সুমন হাওলাদার।

পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে প্রায় ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সুমন। সেখানে ক্যাবট সিটির মরুভূমি এলাকায় থাকতেন সুমন। সুমন সেখানে এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব থেকে সুমনের পরিবারের কাছে খবর আসে যে, এসিতে কাজ করার সময় একদল ভুয়া পুলিশের ধাওয়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যান সুমন। এতে তার মৃত্যু হয়।

সুমনের মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে তার পরিবার হত্যার অভিযোগ দায়ের করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে লাশ দেশে ফিরিয়ে আনারও দাবি জানান তারা।

সুমনের মৃত্যুর বিষয়ে তার মা বানু বেগম বলেন, শুনেছি সুমনের মাথার একপাশ ছাড়া অন্য কোথায়ও কোনো আঘাতের চিহ্ন নেই। আর ছাদ থেকে পড়ে গেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথা। তাই আমি মনে করি আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তাই দ্রুত তদন্ত করে লাশ দেশে আনার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমার সব শেষ। আমাদেরকে একটু ভালো রাখার জন্য সুমন সৌদি আরবে গেল। কিন্তু এখন সে নিজেই লাশ হয়ে গেছে। আমার ছেলে আমাদের এভাবে ছেড়ে যেতে পারে না। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি তার বিচার চাই।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে