ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি আরবে নতুন দায়িত্ব পেলেন শিহানা আলাজ্জাজ

২০২৪ মে ১৬ ২২:৪৪:৩০
সৌদি আরবে নতুন দায়িত্ব পেলেন শিহানা আলাজ্জাজ

প্রবাস ডেস্ক : সৌদি আরবের রাজদরবারের উপদেষ্টা শিহানা আলাজ্জাজ নতুন দায়িত্ব পেয়েছেন। তিমিকে সৌদি অথরিটি ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত বুধবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে নিয়োগ দেন। এর আগে ডাকে মন্ত্রী পরিষদের উপ-মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে একটি রাজকীয় ডিক্রি জারি করা হয।

২০২২ সালের জুলাইয়ে তিনি এই পদে দায়িত্ব পেয়েছিলেন। প্রথম কোনো নারী হিসেবে তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন ।

আলাজ্জাজ ২০১৮ সালের আগস্ট থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) পরিচালনা পর্ষদের মহাসচিব এবং পরামর্শদাতার দায়িত্ব পালন করছিলেন।

তিনি ২০১৭ সালে পিআইএফ-এ লিগ্যাল ডিভিশনে লেনদেন প্রধান হিসেবে যোগদান করেন। এছাড়া আলাজ্জাজ পিআইএফের ব্যবস্থাপনা কমিটি এবং অন্যান্য নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

আলাজ্জাজ যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পিআইএফ-এ যোগদানের আগে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক আইন সংস্থায় কাজ করেছেন।

আল আজ্জাজকে সৌদি আরবের প্রথম মহিলা আইনজীবীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ২০২০ সালে ফোর্বস দ্বারা মধ্যপ্রাচ্যের ১০০ জন প্রভাবশালী নারীর মধ্যে তিনি ছিলেন।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে