ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিমানবন্দরে ওমান প্রবাসীকে হয়রানি, জড়িতদের শাস্তি দাবি

২০২৪ মে ১৬ ২১:৫৪:৩১
বিমানবন্দরে ওমান প্রবাসীকে হয়রানি, জড়িতদের শাস্তি দাবি

প্রবাস ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ তল্লাশির নামে অহেতুক হয়রানির শিকার হয়েছেন মাহবুব আলম নামে এক ওমান প্রবাসী।

মঙ্গলবার (১৪ মে) এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, এদিন ওমান এয়ারের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন তিনি। সকল আনুষ্ঠানিকতা শেষ করে গাড়িতে ওঠার সময় কারণ ছাড়াই এখতিয়ারবহির্ভূতভাবে কয়েকজন এপিবিএন সদস্য তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে হয়রানি করেন।

প্রবাসীদের অভিযোগ, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট আতঙ্ক আর অস্বস্তির নাম, সেই প্রমাণ পাওয়া গেলো আরও একবার।

যেখানে কোনো যাত্রী বা দোষী সাব্যস্ত বা ওয়ারেন্টেড আসামির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই; ইমিগ্রেশন বা অন্য কোথাও যাত্রীদের অপ্রাসঙ্গিক, অসম্মানজনক, বিচারবহির্ভূত প্রশ্ন করা নিষিদ্ধ যদি না তা সন্ত্রাসী বা দেশের জন্য ক্ষতিকর হয়। এসব আইন কাগজে কলমে থাকলেও বাসত্ববে যথাযথ প্রয়োগ নেই। সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে হয়রানি বন্ধের জোরালো দাবি উঠেছে জাতীয় সংসদসহ বিভিন্ন মহলে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ রেমিটেন্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন ও সম্মানের বিকল্প নেই। এক্ষেত্রে বিমানবন্দরে বিদ্যমান এই ধরনের বিড়ম্বনা বন্ধ করা সবচেয়ে জরুরি। দেশ ও জাতির স্বার্থে রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান দিতে হবে।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে