ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ফ্রান্সে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের স্পন্সর ছিল বাংলাদেশি শাহ গ্রুপ

২০২৪ মে ১৫ ২১:৫৫:২০
ফ্রান্সে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের স্পন্সর ছিল বাংলাদেশি শাহ গ্রুপ

প্রবাস ডেস্ক : প্যারিসের অদূরে দ্রো ক্রিকেট স্টেডিয়ামে ফ্রান্স ক্রিকেট বোর্ডের আয়োজনে এমদিনা কাপ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফ্রান্স ও বেলজিয়াম। টুর্নামেন্টের মূল স্পন্সর ছিল বাংলাদেশি প্রতিষ্ঠান শাহ গ্রুপ।

প্রথমে ব্যাট করতে নেমে ফ্রান্স ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে বেলজিয়াম ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১২ রান করে।

এরপর বৃষ্টি নামলে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ‌পরে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে বেলজিয়ামকে জয়ী ঘোষণা করা হয়।

আগামীতে বাংলাদেশি ক্রিকেটাররা ফ্রান্সে আরও ভালো করবে এমন প্রত্যাশার কথা জানান ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন।

এই সময় মাঠে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বলেন, টুর্নামেন্টের স্পন্সর শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, ক্রিকেট বোর্ডের সদস্য আহমেদ জুবাইদসহ ফ্রান্স ও বেলজিয়াম ক্রিকেট বোর্ডের সদস্যরা।

শেয়ারনিউজ, ১৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে