ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরতে নির্দেশ সৌদির

২০২৪ মে ১৫ ১৭:১৯:৩৬
প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরতে নির্দেশ সৌদির

প্রবাস ডেস্ক : সৌদি আরবে অবৈধভাবে গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবসা চালানোর দায়ে দেশটির পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশের একটি আদালত এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, এক সৌদি নারী নিজের নামে প্রবাসী বাংলাদেশিকে গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবসা করার উপায় বের করেন। অভিযুক্ত ওই সৌদি নারীর সাথে তার আইনি প্রতিনিধিরাও রয়েছে।

এর আগে, আদালতের রায়ে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ, বাণিজ্যিক রেজিস্ট্রার প্রত্যাহার ও আইন লঙ্ঘনকারীদের উপর জরিমানা আরোপ করে।

একই সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশি নাগরিককে নিজ দেশে প্রত্যাবাসনেরও নির্দেশ দেওয়া হয়।

এদিকে, গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবসাটি প্রবাসী বাংলাদেশির কিন্তু মালিকানা ছিল সৌদি নারীর নামে। নিজের নামে মালিকানা রাখার বিনিময়ে ওই সৌদি নারী প্রবাসীর কাছ থেকে অর্থ আদায় করতেন। দেশটিতে এই ধরনের অপরাধকে তাসাত্তুর বলা হয়।

শেয়ারনিউজ, ১৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে