ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

জার্মানিতে বাংলাদেশি প্রবাসীদের গ্রীষ্মকালীন মেলা

২০২৪ মে ১৪ ২২:৫২:৫৪
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীদের গ্রীষ্মকালীন মেলা

প্রবাস ডেস্ক : জার্মানির স্টুটগার্ড শহরে প্রবাসীদের গ্রীষ্মকালীন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে স্টুটগার্টের একটি অডিটোরিয়ামে লি'স ওয়ারড্রোব আয়োজিত এই মেলায় বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

মেলার বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি শাড়ি, পাঞ্জাবিসহ নানান পোশাকের স্টল। এছাড়াও ছিল পিঠা–পুলি, ঝালমুড়ি, চটপটিসহ নানা রকমের বাংলাদেশি খাবার।

প্রবাসী বাংলাদেশিদের জমজমাট এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লিপিকা আহমেদ ও আহমেদ রাসেল সোহেল।

আয়োজকরা জানিয়েছে, দূর প্রবাসে নারী উদ্যোক্তাদের তুলে ধরা ও নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।

অনুষ্ঠানের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মুগ্ধ করে। মিনহাজ দীপন, দেলোয়ার হোসেন ঝন্টু ও লিপিকা আহমেদের একের পর এক পরিবেশনায় সকলে মুগ্ধ হয়।

নানা আয়োজনে দিনভর মেতে ছিল প্রবাসী বাংলাদেশিরা। পুরো অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসের বুকে একটুকরো বাংলাদেশে।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে