ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

আরব আমিরাতের দুই স্কুলে পাস ৬২, ফেল ৮ জন

২০২৪ মে ১৩ ১০:৫৩:১৮
আরব আমিরাতের দুই স্কুলে পাস ৬২, ফেল ৮ জন

প্রবাস ডেস্ক : রবিবার (১২ মে) সংযুক্ত আরব আমিরাতের দুটি স্কুলে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ জন উত্তীর্ণ হয়। এই পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী ব্যর্থ হয়েছেন। তাদের মধ্যে একজন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

রাজধানী আবুধাবির শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৩৭ জন। এর মধ্য অংশ নেয় ৩৬ জন। পাস করেছে ২৯ জন।

এদের মধ্যে এ গ্রেড ৮ জন, এ- ১০ জন, বি গ্রেডে ৮ জন এবং সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩ জন শিক্ষার্থী। তবে এবার কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি। বাকি ৭ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৮১ শতাংশ।

অন্যদিকে উত্তর আমিরাতের​ রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এ বছর ৩৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্যে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বাকিদের মধ্যে ১৩ জন এ গ্রেড ও ১৯ জন বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। আর একজন শিক্ষার্থী ফেল করেছে। পাসের হার ৯৪.৪ শতাংশ। আমিরাতে সার্বিক ফলাফল বিপর্যয়ে প্রবাসী অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশী স্কুলের সিনিয়র শিক্ষক এএসএম আব্দুল গণি সিদ্দিকী বলেন, "দুর্ভাগ্যবশত, এ বছর ফলাফল আশানুরূপ হয়নি। আমরা শিক্ষার্থীদের আরও যত্ন নেব, যাতে আগামী বছর শিক্ষার্থীরা আশানুরূপ ভালো ফলাফল নিশ্চিত করতে পারে।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে