ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

এভারেস্টের মাছের ঝোল মশলায় বিষ! নিষিদ্ধ করল সিঙ্গাপুর সরকার

২০২৪ এপ্রিল ১৯ ২০:০৬:০৬
এভারেস্টের মাছের ঝোল মশলায় বিষ! নিষিদ্ধ করল সিঙ্গাপুর সরকার

প্রবাস ডেস্ক : ভারতের মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্বক অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ফিস কারি মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক মেশানোয় তা খাদ্য তালিকা থেকে বাতিল করল সিঙ্গাপুর সরকার।

ভারত থেকে বিপুল পরিমাণ এভারেস্ট ফিস কারি মশলা আমদানি করে সিঙ্গাপুর। এবার‘বিষ’ মশলা আমদানি বন্ধ করল দেশটি।

সিঙ্গাপুরের খাদ্য সুরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘হংকং-এর খাদ্য নিরাপত্তা কেন্দ্র ভারত থেকে আনানো এভারেস্ট ফিস কারি মশলা আমদানি বন্ধের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেহেতু ওই মশলায় অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি ইথিলিন অক্সাইড রয়েছে।’

ইতিমধ্যে সিঙ্গাপুরের খাদ্য সুরক্ষা দপ্তর রপ্তানিকারক সংস্থা এসপি মুথিয়া অ্য়ান্ড সন্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি বাতিল করেছে। শেয়ারনিউজ, ১৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে