ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

নিউইয়র্কে দর্শক মাতালেন পাপী মনা

২০২৪ এপ্রিল ১৭ ১৮:০৫:০২
নিউইয়র্কে দর্শক মাতালেন পাপী মনা

প্রবাস ডেস্ক : ঝোড়ো হাওয়া উপেক্ষা করে বিপুল দর্শকের উপস্থিতিতে গান গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী পাপী মনা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এ উদযাপিত হলো চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ।

শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত বেঙ্গলি ক্লাব ইউ এস এ 'র উদ্যোগে দেশি সাজ এবং তরঙ্গ কেয়ার ইনক এর আয়োজনে এই অনুষ্ঠানে ছিল পোশাক ও লোকজ শিল্পের মেলা,লোক সংগীত , নৃত্য ,পুঁথি পাঠ ও আবৃত্তি।

অনুষ্ঠানে ছিল ফ্রী পান্তা ইলিশ। এরমধ্যে দর্শকদের মাতালেন পাপী মনা এবং লুমিনসহ স্থানীয় শিল্পীবৃন্দ। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত পাপী মনা ২০১৯ সালে নিউ ইয়র্কে ফোবানাতে গান গাওয়ার পর এই বছর তার লেখা এবং সুর করা গান গেয়ে মাতিয়ে ছিলেন জ্যাকসন হাইটস।

২০১৪ সালে ভুল গানটি দর্শকের মাঝে বিপুল সাড়া ফেলেছিল।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে