ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

পানিতে ভাসছে দুবাই এয়ারপোর্ট, দেখুন ভিডিও-তে

২০২৪ এপ্রিল ১৭ ১২:২৪:২৭
পানিতে ভাসছে দুবাই এয়ারপোর্ট, দেখুন ভিডিও-তে

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় দুবাইকে। কিন্তু আপাতত প্রবল বৃষ্টিতে নাজেহাল এই মরু শহর। পানিমগ্ন গোটা দুবাই। কার্যত থমকে গিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত শহর দুবাই।

আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার বেনজির পরিস্থিতি দুবাইয়ে। মঙ্গলবার ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেকা দিয়েছে এই মরুশহরে। প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট, বাড়িঘর, বিমানবন্দর, এমনকি শপিং মলগুলিও পানিমগ্ন হয়ে পড়েছে।

পানির তলায় চলে গেছে দুবাই এয়ারপোর্টও। প্রবল ঝড়বৃষ্টিতে বিঘ্ন ঘটেছে বিমান পরিষেবাতেও। বিমানের উড়ান এবং অবতরণ, বিঘ্নিত হয়েছে দুই-ই।

ঘটনার পরই সোশ্যাল মিডিয়য় ভাইরাল হয়েছে দুবাইয়ের ভিডিও। সেখানে খেলনার মত পানিতে ভাসতে দেখা গেছে দামি গাড়িকে। রস্তঘাট পানিমগ্ন হয়ে গেছে। গগনচুম্বী বিল্ডিংগুলোর সামনেও পানি থৈ থৈ অবস্থা।

পরিস্থিতির চাপে দুবাই বিমানবন্দরে নামার কথা থাকলেও বিপর্যয়ের জেরে একাধিক বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। বুধবারও একই রকম অবস্থা দুবাইয়ের। বিপর্যয়ের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ।

পানিতে থৈ থৈ দুবাই এয়ারপোর্ট

আমিরশাহির আল এইন এবং সৌদির আল হিলালের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সেমিফাইনাল ম্যাচেও পড়েছে আবহাোয়ার প্রভাব। ঝড়বৃষ্টির কারণে ২৪ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে ম্যাচ।

এমনিতে দুবাইয়ে গড়ে ১০০ মিলিমিটর বৃষ্টি হয়। সেই তুলনায় গত ২৪ ঘণ্টাতেই ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ৭৫ বছরেরই ইতিহাসে মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আমিরশাহি সরকার।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ৭৫ বছরে এমন বৃষ্টি দেখা যায়নি। দেড় বছরে যে বৃষ্টি হয়, তা একদিনে হয় গিয়েছে। ২৪ ঘণ্টায় ৫ ইঞ্চি পানি জমে গেছে।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে