ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ফিনল্যান্ডে নাচে গানে নববর্ষ উদযাপন

২০২৪ এপ্রিল ১৫ ১৯:৩৫:২৮
ফিনল্যান্ডে নাচে গানে নববর্ষ উদযাপন

প্রবাস ডেস্ক : বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে ফিনল্যান্ডের সাংস্কৃতিক সংগঠন ‘উৎসবে বাঙালি’ মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

রোববার বিকেলে ভান্তা মিলনায়তনে দেশীয় খাবার নিয়ে হাজির হন প্রবাসী বাঙালিরা।

সারি সারি সাজানো নানান খাবার দেখে বলার উপায় নেই যে, দেশ থেকে হাজার মাইল দূরে এই বাংলার আয়োজন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে ফিরে এসেছে দেশের গান, বৈশাখ উৎসবের নানা অনুষঙ্গ। মাঝে চলছে আড্ডা আর স্মৃতিচারণ।

দীর্ঘ দিন কাজে ব্যস্ত থাকার পর কাছের কাউকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রবাসীরা।

ফিনিশ প্রবাসী গায়ক ও গায়িকারা বাংলাদেশের আধুনিক বাংলা, লোকজ ও জনপ্রিয় ব্যান্ডের নির্বাচিত গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

আর দেশীয় প্রবাসী শিল্পীদের বাদ্যযন্ত্রের মধুর ধ্বনিতে ছড়িয়ে পড়ে পুরো আয়োজন।

‘মেলায় যাইরে, মেলায় যাইরে’ এই জনপ্রিয় গানটিতে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক টুকরো বাংলাদেশকে ভানতা মিলনায়তনে নিয়ে এসেছিলেন সহস্র দর্শক।

১৪ এপ্রিলের ইভেন্টে পুরুষদের সাথে সমানভাবে নারীদের অংশগ্রহণ ছিল নজরকাড়া। ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা নিজেদের খাবার ও কারুকাজের পিঠা নিয়ে প্রতিযোগিতা করত।

বিরানী, মোরগচিতই, জিলাপি, আলুরচপ, সবজি পিঠা, নানা জাতের মিষ্টির সমাহার পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে।

প্রতিবারই এমন আয়োজনে বৈশাখকে বরণ করে নেয় ফিনল্যান্ডের প্রবাসীরা।

আভিজাত্যে ও চমকে ভরা এই অনুষ্ঠানের আয়োজনে ছিলেন অনুরূপ কান্তি দাস টিটু, অলক কুমার, বিজয়শ্রী দত্ত, বিপ্লব কুমার।

সঞ্চালনায় ছিলেন মাহফুজ আলম। অনুষ্ঠান সহযোগিতায় ছিল সংবাদ ২১ ডট কম ও ইন্টারন্যাশনাল জার্নালিষ্ট অব ইউরোপ।

উপস্থিত ছিলেন কামরুল হাসান জনি, সুরাইয়া হাসান নাহিন, জাহাঙ্গীর আলম, আফসনা আলম, জামান সরকার, খাদিজা পারভীন, গাজী সামসুল আলম, ইমন আহমেদ, মাহমুদা আক্তার সুমি, জামান ভূঁইয়া, তাসলিমা আক্তার জামান, মহি খান, ইভা খান, জাহিদ ভূইয়া রকি, স্বপ্নীল, লিউ খান, মনিকা খান, শামীম বেপারী, রফিকুল ইসলাম, তায়েবা ইসলাম, সাবরিনা, শাহেদ আলম, নাফরিন নাহিদা, সাইদুর রহমান, অদিতি প্রমুখ।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে