ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

হাজারো কণ্ঠে নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩১ বর্ষবরণ

২০২৪ এপ্রিল ১৪ ১১:৩১:৩৭
হাজারো কণ্ঠে নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩১ বর্ষবরণ

প্রবাস ডেস্ক : হাজারো কণ্ঠে ১৪৩১ বাংলা বর্ষবরণ চলছে নিউইয়র্কের টাইমস স্কয়ারে। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনের সঙ্গে মিল রেখে নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়েছে এই আয়োজন।

দেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় এরই মধ্যে বর্ণিল হয়ে উঠেছে এই উৎসব।

আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের কনস্যুলেট জেনারেল। এই ৮টি দেশই এপ্রিল মাসে নিজ নিজ ভাষায় নববর্ষ উদযাপন করে।

এবারের বর্ষবরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ৬টি বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিল্পী অংশ নিয়েছেন। বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে এই আয়োজন করেছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড।

ভিন দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশ ও সংস্কৃতি তুলে ধরতে চান আয়োজকরা। আগামী বছর লাখো কণ্ঠে বর্ষবরণের আয়োজনের লক্ষ্য তাদের।

শেয়ারনিউজ, ১৪ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে