ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডার ক্যালগেরিতে অঞ্জন দত্তের কনসার্ট

২০২৪ এপ্রিল ১৩ ১৯:২৯:১০
কানাডার ক্যালগেরিতে অঞ্জন দত্তের কনসার্ট

প্রবাস ডেস্ক : কানাডার ক্যালগেরিতে গল্প ও গানে দর্শক–শ্রোতাদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত।

রোববার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথমদিন সন্ধ্যা ৬টায় ক্যালগেরির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘অঞ্জন দত্ত লাইভ ইন ক্যালগেরি’।

‘মিক্সটেপ’র আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগীতানুষ্ঠানে অঞ্জন দত্ত ও ব্যান্ড দল দ্য ইলেকট্রিকের নীল দত্ত ও অমিত দত্ত।

অঞ্জন দত্ত প্রথমবারের মতো ক্যালগেরিতে আসছেন। তিনি ক্যালগেরিতে আসবেন— এমন ঘোষণায় গত দেড় মাস ধরে ক্যালগেরির সাংস্কৃতিক অঙ্গনে যোগ হয়েছে নতুন মাত্রা।

ক্যালগেরির দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অঞ্জন দত্তের গান শোনার জন্য। তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম- ‘শুনতে কী পাও’, ‘হ্যালো এটা কি ২৪৪১১৩৯’, ‘তুমি না থাকলে’, ‘ম্যারি এ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’, ‘বসে আছি স্টেশনে’।

আয়োজকরা এরই মধ্যে সব ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 'মিক্সটেপ'-এর আয়োজক মোহাম্মদ খান, সাইফুল আজিম সহ স্পনসর ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ খান বলেন, আমরা ‘মিক্সটেপ’র পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে স্পন্সরসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, নতুন বাংলা নববর্ষের প্রাক্কালে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে