ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ওমানের ১০ অঞ্চলে বিশেষ সতর্কতা জারি

২০২৪ এপ্রিল ১৩ ১৮:০০:১৪
ওমানের ১০ অঞ্চলে বিশেষ সতর্কতা জারি

প্রবাস ডেস্ক : আগামীকাল রোববার দুপুর ১২ টা থেকে রাজধানী মাস্কাটসহ ওমানের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যেই ভারী বৃষ্টি নিয়ে ৪ দিনের সতর্কতা জারি করেছে প্রশাসন।

এরমধ্যে সর্বাধিক আক্রান্ত হতে পারে এমন কয়েকটি অঞ্চলের নাম ঘোষণা করা হয়েছে।

সেগুলো হলো-১. মাস্কাট২. মুসান্দাম৩. উত্তর আল বাতিনাহ৪. দক্ষিণ আল বাতিনাহ৫. আল বুরাইমি৬. আল দাখিলিয়া৭. আল উস্তা৮. ধোফার৯. আল ধাহিরাহ১০. উত্তর আল শারকিয়্যাহ

পূর্বাভাসে বলা হয়েছে রোববার (১৪ এপ্রিল) থেকে বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত লঘুচাপের প্রভাবে বজ্রসহ বৃষ্টি এবং বিরূপ আবহাওয়া বিরাজ করবে।

এর ফলে বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে কৃত্রিম বন্যা। যে কারণে এই সতর্কতা জারি।

ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের তথ্য মতে, উপকূলে পানির চাপ বাড়ার পাশাপাশি বাড়বে ঢেউয়ের উচ্চতাও।

এসময় ৩০ থেকে ১২০ মিলিমিটারের ভারী বৃষ্টির সাথে ভোগান্তি বাড়াবে বাতাসের গতিবেগও।

ঝুঁকি বিবেচনায় ইতোমধ্যেই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে