ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাজ্যের মুসলমানরা বেশি দান করে

২০২৪ এপ্রিল ১৩ ১৭:৩২:৫৪
যুক্তরাজ্যের মুসলমানরা বেশি দান করে

প্রবাস ডেস্ক : সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যে বসবাসকারী মুসলিমরা দেশের অন্য যেকোনো ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় বেশি দান করেন।

ব্লু স্টেট পরিচালিত ‘ব্রিটিশ মুসলিম গিভিং বিহেভিয়ার্স’ শিরোনামের সমীক্ষায় দেখা গেছে, মুসলিম সম্প্রদায় ব্রিটিশ জনসংখ্যার বাকিদের তুলনায় চারগুণ বেশি দান করেছে।

ব্রিটিশ মুসলমানরা গত ১২ মাসে ৭০৮ পাউন্ড দান করেছেন। আর অন্যান্য ধর্মাবলম্বীরা দান করেছে মাত্র ১৬৫ পাউন্ড।

যুক্তরাজ্যের মুসলমানরা যে অনুদান দেয় তার অন্তত ৬১ শতাংশ ইসলামিক সংস্থাগুলিতে যায়, যুক্তরাজ্যের মুসলমানরা যেখানে অনুদান দেয় তার একটি প্রতিবেদন অনুসারে। এর অন্তত ১৪ শতাংশ ধর্মনিরপেক্ষ সংগঠনে যায়।

সমীক্ষায় আরো বলা হয়েছে, যুক্তরাজ্যের চার মুসলমানের মধ্যে তিনজন ইতিমধ্যেই গাজার জনগণকে সাহায্য করার জন্য অনুদান দিয়েছেন। এছাড়া আরও ৬৭ শতাংশ মুসলিম দান করার পরিকল্পনা করছেন।

যুক্তরাজ্যে বিদ্যমান অর্থনৈতিক সঙ্কট থাকা সত্ত্বেও সেখানকার ৪৯ শতাংশ মুসলমান পরবর্তী ১২ মাসে তাদের দাতব্য দান বৃদ্ধি করতে ইচ্ছুক। সূত্র : দি নিউজ

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে