ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

সিডনিতে শপিং মলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৫

২০২৪ এপ্রিল ১৩ ১৭:১৫:৪৮
সিডনিতে শপিং মলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৫

প্রবাস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যস্ত শপিং মলে ঢুকে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

একই ঘটনায় আরও নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে এ ঘটনা ঘটে।

নিউ সাউথ ওয়েলসের সহকারী পুলিশ কমিশনার অ্যান্থনি কুক সংবাদ সম্মেলনে বলেন, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন মল কমপ্লেক্সে এই ঘটনার পর একজন নারী পুলিশ অফিসারের গুলিতে হামলাকারী নিহত হন।

ছুরিকাঘাতে অনেকে আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, হামলাকারী একাই ছিলেন। এবং পরে হামলার কোনো আশঙ্কা নেই।

এই পুলিশ কর্মকর্তা বলেন, এই হামলায় নয় মাসের একটি শিশুসহ আটজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, স্পোর্টস জার্সি ও শর্ট প্যান্ট পরা এক ব্যক্তির হাতে রক্তমাখা ছুরি। শপিং মলের ভেতরে থাকা অনেকে তাকে থামানোর চেষ্টা করছে।

পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্টে জানা গেছে। সূত্র : আল-জাজিরা

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে