ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কুয়েতে ১৪ মসজিদে ঈদের নামাজে বাংলায় খুতবা শুনবেন প্রবাসীরা

২০২৪ এপ্রিল ১০ ১০:৪১:০৮
কুয়েতে ১৪ মসজিদে ঈদের নামাজে বাংলায় খুতবা শুনবেন প্রবাসীরা

প্রবাস ডেস্ক : কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতরের নামাজে প্রতিবারের মতো এবারও বাংলা খুতবা শুনতে পারবেন।

ঈদের দিন ১৪টি মসজিদে খতিবরা বাংলা খুতবা পড়বেন বলে কুয়েতে অবস্থিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র জানিয়েছে।

বুধবার (১০ এপ্রিল) কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশটির সব মসজিদে একযোগে ভোর ৫টা ৪৩ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশ অধ্যুষিত এলাকা জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, কুয়েত সিটিসহ ১৪টি জায়গায় এ খুতবা পাঠ করা হবে। ঈদের নামাজ-পরবর্তী এসব খুতবা পাঠ করবেন ১৪ জন বাংলাদেশি খতিব।

কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য ও খতিব মাওলানা হাবিবুর রহমান জানান, ১৪টি মসজিদে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে বাংলা খুতবা শোনানো হবে।

এ তালিকায় রয়েছে– হাসাবিয়া, ফরওয়ানিয়া, কুয়েত সিটি, মাহবুল্লাহ, কাবাদ, আমগারা, জাহরা, আব্দালি, রুমাইছিয়া, সুলাইবিয়া, সালমি রোডের মসজিদ।

প্রতিবারের মতো কুয়েতে এবারও বাংলা খুতবার ব্যবস্থা করা হয়েছে জানতে পেরে খুশি হয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে