ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইংল্যান্ডে স্বামীর হাতে খুন হলেন সিলেটের মেয়ে

২০২৪ এপ্রিল ০৮ ১০:২৮:৩৪
ইংল্যান্ডে স্বামীর হাতে খুন হলেন সিলেটের মেয়ে

প্রবাস ডেস্ক : ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরে বাংলাদেশি গৃহবধূ কুলসুম আক্তার শিউলি (২৭) খুন হয়েছেন। গত ৬ এপ্রিল বিকেলে স্বামী হাবিবুর রহমান মাসুম (২৫) এই হত্যাকাণ্ড ঘটায়।

জানা গেছে, কুলসুম আক্তার শিউলি রোজা রেখেও ইফতার করার সুযোগ পাননি। স্বামী হাবিবুর রহমান মাসুম তার ৫ মাসের সন্তানের সামনে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

শিউলি ও হাবিবুর মাসুমের বাড়ি বিশ্বনাথ উপজেলায়। তারা দুই বছর আগে স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসেন। ৫ মাস আগে একটি ছেলের জন্ম হয়। দুই জনের সংসারে একটা ছোট সমস্যা এক পর্যায়ে বড় আকার ধারণ করে।

একদিন হাবিবুর রহমান মাসুম তার স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা করলে শিউলি থানায় ডাকা হয়। পুলিশ এসে স্বামীকে বের করে নিয়ে যায়। তিনি বার্নলিতে চলে যান। আর শিউলিকে সামাজিক সেবা দিয়ে শিশুটিকে নিয়ে ব্র্যাডফোর্ড শহরে নিয়ে যাওয়া হয়।

শনিবার বিকালে ইফতারের আগে খাবার কেনার জন্য সন্তানকে নিয়ে ব্রাডফোর্ডে একটি দোকানে যাওয়ার সময় স্বামী ছুরিকাঘাত করে শিউলীকে।

২৫ বছরের মাসুম স্ত্রীকে নির্মম ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে পালাতক রয়েছে। ব্রিটিশ পুলিশ খুঁজছে মাসুমকে। এরই মধ্যে তার ছবি প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ।

স্থানীয়রা জানান, হাবিবুর মাসুম তার স্ত্রীকে চারবার গলায় ছুরিকাঘাত করে। স্বামীর ছুরিকাঘাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে অসহায় স্ত্রী। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হাবিবুর মাসুম।

এদিকে স্থানীয় এক দোকানদার জানান, নিহত নারী নিয়মিত তার দোকান থেকে পণ্য কিনতেন। শনিবার কাজ করছিলেন যখন তিনি তার দোকানের বাইরে চিৎকার শুনতে পান।

এ সময় তিনি ওই নারীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। আর তার পাশেই ছিল পাঁচ মাস বয়সী শিশুর পুশ চেয়ার। এ সময় রাস্তা দিয়ে একজন চিকিৎসক যাচ্ছিলেন, যিনি ওই নারীকে বাঁচানোর চেষ্টা করেন।

কারও সাথে মাসুমের যোগাযোগ থাকলে বা মাসুমকে যদি কেউ দেখে থাকেন তাহলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে