ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

নির্মাণকর্মীদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাজ্য

২০২৪ এপ্রিল ০৬ ১৫:১৯:৫৭
নির্মাণকর্মীদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাজ্য

প্রবাস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে যুক্তরাজ্যের নির্মাণ শিল্পে। তাই দেশটি নির্মাণ শিল্পকে শ্রমিকের ঘাটতি থাকা পেশার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাই দেশের নিয়োগকর্তারা নির্মাণ শিল্পে আরও বিদেশী শ্রমিক দিয়ে শ্রম ঘাটতি পূরণের সুযোগ পাচ্ছেন।

নতুন অন্তর্ভুক্তি যুক্তরাজ্যের বিদেশী কর্মীদের জন্য অন্যান্য ব্যবসার মধ্যে রাজমিস্ত্রি, ছাদ, ছাদের টাইলার এবং প্লাস্টারের মতো ব্যবসায় শ্রমিকের ঘাটতি পূরণ করা সহজ করে তুলবে।

এছাড়াও কিছু কিছু খাতে তীব্র শ্রম সংকটে ভুগছে দেশটি৷ ঘাটতি পূরণে নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে আগ্রহী৷ কিন্তু, বিদেশি কর্মী আনার বিষয়টি আবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ৷ কারণ, গত এক দশক ধরে এই রাজনৈতিক দলটি যুক্তরাজ্যের অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে৷

এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় অবকাঠামো নির্মাণকে এগিয়ে নেয়ার পাশাপাশি এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবো বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে