ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘গ্যাং মাদার’ খ্যাত সিনথিয়া বীথি গ্রেপ্তার

২০২৫ ডিসেম্বর ১৬ ০৭:৩৬:২৫
‘গ্যাং মাদার’ খ্যাত সিনথিয়া বীথি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বীথিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার র‍্যাব-১১-এর একটি দল কুমিল্লা থেকে তাকে আটক করে। বাবার দীর্ঘদিনের কারাবাসের সুযোগে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই চলে যায় বলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা মনে করছেন। সেই সূত্রেই অপরাধ জগতে তিনি ‘গ্যাং মাদার’ নামে পরিচিতি পান।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই গ্রেপ্তার শুধু একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আটক করার ঘটনা নয়; বরং দেশের আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার ভারসাম্য, আন্তঃদেশীয় অপরাধচক্র এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য যোগসূত্র উন্মোচনের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।

উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীসহ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধচক্র, বিদেশি অপরাধীদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত সন্ত্রাসী দলের সঙ্গে লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সিনথিয়া বীথির কাছ থেকে পাওয়া যেতে পারে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে র‍্যাব তার নিয়ন্ত্রণাধীন অস্ত্রভাণ্ডার, কিলার টিম এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহে কাজ করছে।

গোয়েন্দা সূত্র বলছে, সিনথিয়া বীথি শুধু সুব্রত বাইনের উত্তরাধিকারী হিসেবেই পরিচিত ছিলেন না; বরং বাবার অনুপস্থিতিতে তিনি ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রকে পরিণত হন। অত্যন্ত কৌশলী ও সংগঠিতভাবে তিনি পুরো নেটওয়ার্ক নিজের হাতে নেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অবৈধ অর্থ লেনদেনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মূল সমন্বয়ক ছিলেন তিনি—এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সুব্রত বাইন কারাগারে থাকলেও তার অপরাধ সাম্রাজ্য দুর্বল হয়নি। বরং সিনথিয়া বীথির নেতৃত্বে তা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হয়ে ওঠে। দূর থেকে নির্দেশনা দিয়ে বাবার রেখে যাওয়া অস্ত্রভাণ্ডার ও প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনথিয়া বীথির অপরাধ কার্যক্রম দেশের সীমানায় সীমাবদ্ধ ছিল না। ভারতের কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধচক্রের সঙ্গে তার গোপন যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এসব সংযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার, সীমান্তভিত্তিক কুরিয়ার নেটওয়ার্ক এবং হাওয়ালা পদ্ধতিতে অর্থ লেনদেন পরিচালিত হতো বলে সন্দেহ করা হচ্ছে।

গোয়েন্দারা তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ও কল রেকর্ড বিশ্লেষণ করে আন্তঃদেশীয় এসব যোগসূত্রের বিস্তারিত জানার চেষ্টা করছেন। পাশাপাশি ভারতে অবস্থানরত কিছু পলাতক বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তাদের মতে, এসব তথ্য প্রমাণিত হলে বিষয়টি কেবল আইনশৃঙ্খলার প্রশ্নে সীমাবদ্ধ থাকবে না; বরং তা জাতীয় নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

ব্যক্তিগত জীবনের দিক থেকেও সিনথিয়া বীথিকে ঘিরে রয়েছে নানা আলোচনা। তিনি সুব্রত বাইনের তিন স্ত্রীর একজন লুসির বড় সন্তান। তার ভাইয়ের নাম তৌকীর আলী রিপন। একসময় বাবার গাড়িচালক ওসমানের সঙ্গে পালিয়ে বিয়ে করেন তিনি। ধারণা করা হয়, এই সম্পর্কের মাধ্যমেই ওসমান অপরাধ জগতে জড়িয়ে পড়েন। তবে বর্তমানে তাদের সম্পর্কের অবস্থা কিংবা ওসমানের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের পর আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে তদন্ত চলছে, তা হলো সাম্প্রতিক ‘জুলাই বিপ্লবীদের ওপর হামলা ও হুমকির ঘটনায় আন্ডারওয়ার্ল্ডের কোনো ভূমিকা ছিল কি না। বিশেষ করে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে তার সম্ভাব্য যোগাযোগ এবং ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ বিন ফয়সালের গুলিতে আহত জুলাই বিপ্লবের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির ঘটনার সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ও ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠীর কোনো সংযোগ আছে কি না—সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাব ও ডিবির যৌথ তদন্তে ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে—তার নিয়ন্ত্রিত অস্ত্রের গুদাম, কিলার টিমের সদস্য, অর্থের জোগানদাতা এবং আশ্রয়দাতাদের শনাক্ত করা। একই সঙ্গে আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দেওয়ার প্রস্তুতিও চলছে।

গোয়েন্দা মহলের ধারণা, সিনথিয়া বীথির গ্রেপ্তার কেবল একজন নারী সন্ত্রাসীর পতনের ঘটনা নয়; বরং আধুনিক আন্ডারওয়ার্ল্ড, আন্তর্জাতিক অপরাধচক্র এবং রাজনৈতিক অস্থিরতার জটিল সংযোগ উন্মোচনের একটি বড় মাইলফলক। তার জবানবন্দির ভিত্তিতে সামনে আরও গ্রেপ্তার ও বড় ধরনের অভিযান হতে পারে বলেও আভাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে