ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

ওমরাহে যাওয়ার সময় এই জিনিসগুলো নেবেন না কখনো

২০২৫ নভেম্বর ০২ ১৫:৩২:১৬
ওমরাহে যাওয়ার সময় এই জিনিসগুলো নেবেন না কখনো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে প্রতিবছর হাজারো ধর্মপ্রাণ মুসলিম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। কিন্তু অনেকেই জানেন না—ওমরাহ যাত্রায় কোন জিনিসগুলো অবশ্যই সাথে রাখা দরকার, আর কোনগুলো নেয়া যাবে না। এই আর্টিকেলে সেই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

মনে রাখবেন—এটি কোনো বাধ্যতামূলক তালিকা নয়। ভ্রমণের প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মতো করে প্রস্তুতি নিতে পারেন। কিছু জিনিস বাদ পড়লেও চিন্তার কিছু নেই—সৌদিতে পৌঁছেও বেশিরভাগ জিনিসপত্র পাওয়া যায়, অনেক সময় হোটেল থেকেও সরবরাহ করা হয়।

ওমরাহ যাত্রায় অবশ্যই সঙ্গে রাখবেন যেসব জিনিস

সঠিক ভিসাযুক্ত পাসপোর্ট

বিদেশ ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি এটি। ওমরাহ ভিসা সংযুক্ত সঠিক পাসপোর্ট ছাড়া ভ্রমণ অসম্ভব।

কোভিড-১৯ টিকার সনদ

সৌদি প্রবেশের জন্য এখনো অনেক ক্ষেত্রেই কোভিড টিকা সনদ প্রযোজ্য। তাই এটি সঙ্গে রাখুন।

পাসপোর্ট সাইজ ছবি

কমপক্ষে ১০ কপি ছবি রাখলে বিভিন্ন ধাপে কাজে লাগবে।

ই-ভিসার প্রিন্ট কপি

ওমরাহ এখন ই-ভিসা প্রক্রিয়ায় হয়, তাই প্রিন্ট কপি সঙ্গে রাখুন।

কিছু নগদ সৌদি রিয়াল

প্রাথমিক খরচের জন্য ৪০০–৫০০ সৌদি রিয়াল সঙ্গে রাখা ভালো।

লাগেজ ও হাত ব্যাগ

একটি শক্ত লাগেজ ও হালকা হাতব্যাগ রাখুন। হাতব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র, ওষুধ, চার্জার ইত্যাদি রাখুন।

দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী

বিছানার চাদর, মেছওয়াক, ব্রাশ, টুথপেস্ট, গোসলের সাবান, শ্যাম্পু, ছোট ছাতা, স্যান্ডেল, জুতার ব্যাগ, সুতলি, ডায়েরি, কলম ইত্যাদি।

প্রয়োজনীয় ওষুধ

মাথাব্যথা, ঠান্ডা, জ্বর, কাশি, গ্যাস্ট্রিক, স্যালাইন, ইনসুলিন ইত্যাদি ব্যক্তিগত ওষুধ অবশ্যই সঙ্গে নিন।

শুকনা খাবার

বিস্কুট, বাদাম বা হালকা শুকনা খাবার রাখলে উপকার পাবেন।

লাগেজে নাম ও ঠিকানা

ইংরেজিতে নাম, ঠিকানা ও পাসপোর্ট নম্বর লিখে লাগেজে লাগিয়ে দিন।

পুরুষদের জন্য প্রয়োজনীয় জিনিস

ইহরামের জন্য দুই সেট সাদা কাপড়

কোমর বেল্ট

রেজার বা ব্লেড (কিন্তু হাতব্যাগে নয়)

প্যান্ট, শার্ট, ট্রাউজার, পাঞ্জাবি, লুঙ্গি, টি-শার্ট, স্যান্ডেল, মোজা, জুতা, টুপি ইত্যাদি

মহিলাদের জন্য প্রয়োজনীয় জিনিস

আরামদায়ক সালওয়ার-কামিজ, হিজাব, স্কার্ফ

পর্যাপ্ত কাপড়

ন্যাপকিন, সেফটি পিন, কাঁচি, টিস্যু, স্যান্ডেল, মোজা, জুতা ইত্যাদি

ওমরাহর সময় যেসব জিনিস নেওয়া যাবে না

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী—

দামী গয়না, রত্নপাথর বা মূল্যবান ধাতু সঙ্গে নেওয়া যাবে না

অতিরিক্ত অর্থ বহন নিষিদ্ধ

সর্বোচ্চ ৬০,০০০ সৌদি রিয়াল বা ১৬,০০০ মার্কিন ডলার পর্যন্ত নেওয়া যাবে

যদি আপনি প্রথমবারের মতো ওমরাহ পালনে যাচ্ছেন, তবে আগে থেকেই ইহরাম, দোয়া, ওমরাহর নিয়ম ও নিষেধ সম্পর্কে জেনে নিন। এতে সফর হবে আরও সহজ ও শান্তিময়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে