ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

বিদেশে ধরা পড়লেন পিনাকী জানা গেলো সত্যতা 

২০২৫ অক্টোবর ১২ ১০:২৫:৪৫
বিদেশে ধরা পড়লেন পিনাকী জানা গেলো সত্যতা 

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, “শেখ হাসিনার মামলায় ফ্রান্সে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে।” তবে এই দাবির কোনো ভিত্তি নেই বলে ফ্যাক্টচেক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে।

ফ্যাক্টচেক অনুসন্ধানে যা পাওয়া গেছে:

✅ শেখ হাসিনার কোনো মামলা নেই: পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ফ্রান্সে শেখ হাসিনা বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি।

✅ গ্রেপ্তারের খবর ভুয়া: পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে গ্রেপ্তার হননি। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সর্বশেষ ৭ অক্টোবর তাকে সরাসরি ভিডিওতে বক্তব্য দিতে দেখা গেছে।

✅ পুরোনো ভিডিওর অপব্যবহার: ভাইরাল ভিডিওতে চ্যানেল ২৪, সময় টিভি ও সাংবাদিক মাসুদ কামালের বক্তব্য দেখানো হলেও, এসব ভিডিও পুরোনো এবং আলাদা প্রেক্ষাপটের। ডিজিটালভাবে এডিট করে বিভ্রান্তিকরভাবে তা উপস্থাপন করা হয়েছে।

✅ ২০২১ সালের একটি মামলা: ২০২১ সালে ফ্রান্সে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা পিনাকীর বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে তা শেখ হাসিনার দায়েরকৃত মামলা ছিল না এবং সেটি আদালত পর্যন্ত গড়ায়নি।

✅ বাংলাদেশে দায়ের হওয়া মামলা: ২০২৪ সালের এপ্রিল মাসে, ঢাকার রমনা মডেল থানায় পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সেটি একটি ভিন্ন ঘটনা এবং সেটিও এখন পর্যন্ত বিচারাধীন।

শেখ হাসিনার মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য গ্রেপ্তার—এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বিভিন্ন পুরোনো ভিডিও ও ক্লিপ জোড়া লাগিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে