ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

২০২৫ অক্টোবর ১২ ০৮:৪৫:৫৩
যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক : ভাবুন তো, কোনো গ্রামে গিয়ে শুধু বসবাস করলেই যদি আপনাকে ২৭ লাখ টাকার বেশি দেওয়া হয়—কী অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? অথচ এমনই এক সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ ইতালি।

দেশটির তুসকানি অঞ্চলের ছোট্ট শহর রাদিকনদোলিতে নতুন বাসিন্দা হয়ে বসবাস শুরু করলেই মিলছে প্রায় ২৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা।

একসময় প্রায় ৩,০০০ জনের বসতির শহর রাদিকনদোলিতে এখন বাস করছে মাত্র ৯৬৬ জন। শহরটিতে প্রায় ৪৫০টি বাড়ির মধ্যে ১০০টি বাড়িই ফাঁকা। জনসংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসন এ অভিনব উদ্যোগ নিয়েছে।

২০২৩ সালে চালু হওয়া এ কর্মসূচিতে বলা হয়েছে:কেউ যদি শহরের কোনো খালি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, তবে তিনি পাবেন ২৩,০০০ ডলার অনুদান।

বাড়ি কেনা ছাড়াও পরিবহন ও অন্যান্য খরচ বাবদ আরও ৬,০০০ ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

২০২৫ সালকে সামনে রেখে কর্মসূচিটি আরও সম্প্রসারিত হয়েছে। এখন:যারা বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করবেন, তাদের প্রথম দুই বছরের ৫০% ভাড়া সরকার বহন করবে।

যারা বাড়ি কিনবেন, তাদের সেখানে কমপক্ষে ১০ বছর বসবাস করতে হবে।আর যারা ভাড়ায় থাকবেন, তাদের থাকতে হবে অন্তত ৪ বছর।

স্থানীয় মেয়র ফ্রানচেসকো গুয়ারগুয়ালিনি জানিয়েছেন, “এ প্রকল্পটি আমরা দুই বছর আগে শুরু করেছিলাম। এখন এটিকে আরও কার্যকর করতে ৪ লাখ ৬৫ হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ দিয়ে শুধু বাড়ি কেনা বা ভাড়া নয়, শিক্ষার্থী সহায়তা, গণপরিবহন উন্নয়ন এবং পরিবেশবান্ধব শক্তির ক্ষেত্রেও সহায়তা করা হবে।”

তিনি আরও জানান, “অনেকেই এক ইউরোতে বাড়ি বিক্রির যে পুরনো কর্মসূচি ছিল, সেটি বাস্তবসম্মত ছিল না। এখানে বাড়ির দাম ৫০ হাজার ইউরো থেকে এক লাখ ইউরো পর্যন্ত। বেশিরভাগ বাড়িই ভালো অবস্থায় রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সামান্য সংস্কার প্রয়োজন।”

বর্তমানে রাদিকনদোলিতে গড় বাড়িভাড়া মাসে ৪০০ ইউরো, তবে সরকারের সহায়তা পাওয়ার পর সেটি কমে হবে মাত্র ২০ ইউরো!

উল্লেখ্য, ইতালির জনসংখ্যা হ্রাস মোকাবেলায় এর আগেও দেশটির একাধিক অঞ্চল এ ধরনের কর্মসূচি চালু করেছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে