ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

লাল রঙের পোশাক পরিহিত সেই ব্যক্তির পরিচয় জানালেন রাশেদ

২০২৫ আগস্ট ৩০ ১৫:১৫:৫৮
লাল রঙের পোশাক পরিহিত সেই ব্যক্তির পরিচয় জানালেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ২৯ আগস্ট রাতের এই হামলায় দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।

ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি ভিডিওতে লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকে গণঅধিকার পরিষদের নেতাকে বেধড়ক পেটাতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় প্রথমে দাবি করা হয়, এই ব্যক্তি নুরুল হক নুরকে আঘাত করেছেন, তবে পরবর্তী সময়ে রাশেদ খাঁন নিশ্চিত করেন, আক্রান্ত ব্যক্তি নুর নয়, বরং ছাত্রনেতা সম্রাট।

রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান, যার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩। তিনি বলেন, “লাল পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।”

এদিকে, রাশেদ খাঁন আরও দাবি করেছেন যে, সেনাবাহিনীর সদস্যরাই নুরুল হক নুর ও অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “লাল শার্টধারীর ওপর দায় চাপিয়ে প্রকৃত হামলাকারীদের দায় এড়ানোর সুযোগ নেই। সেনাসদস্যরা শুধু হামলা চালায়নি, তারা আমাদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত করেছে। তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।”

ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, এবং হামলাকারীদের বিষয়ে আরও তথ্য সামনে আসতে শুরু করেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে