ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আসিফ নজরুল

২০২৪ অক্টোবর ১৮ ১২:০০:০১
২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ২০২৫ সালের মধ্যে দেশে হয়ত নির্বাচন হতে পারে।

বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলে উল্লেখ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে বলেন, ভারত যদি এই চুক্তি মেনে নেয় তাহলে তাদের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া। এই চুক্তি যথাযথভাবে পালন করা হলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।

আগের সরকারের মতো এখনো ঢালাওভাবে মামলা হচ্ছে-এমন প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় হতো গায়েবি মামলা। এগুলো পুলিশ করত। মামলাগুলো হতো বিরোধীদলের লোকদের বিরুদ্ধে।

তিনি বলেন, এখন হচ্ছে ঢালাও মামলা। যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে। এই মামলাগুলোতে যাতে নিরাপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে ড. নজরুল বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কিছু করবে না। তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে। জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে।

নির্বাচন কমিশন গঠনের জন্য শিগগিরই সার্চ কমিটি গঠিত হবে বলে জানান তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে। বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে।

গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে, এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতি উন্নতি হবে। অনেকক্ষেত্রে উন্নতি হয়েছে।’

অন্য এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি। মানুষ এই নামগুলোই শুনতে পারে না।

প্রবাসীদের ভিআইপি সুবিধা দেওয়ার বিষয়ে এ উপদেষ্টা বলেন, এয়ারপোর্টে গেলে প্রবাসীদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হতো আগে। আমার স্বপ্ন ছিল তাদের ভি আই পি সুবিধা দেবো। আমি উদ্যোগ নিয়েছি তাদের জন্য আলাদা একটা লাউঞ্জ হবে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটা হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে