ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

স্বাস্থ্য ও গণমাধ্যমসহ আরও ৪ খাত সংস্কারে কমিশন গঠন

২০২৪ অক্টোবর ১৭ ২০:৫২:৪৩
স্বাস্থ্য ও গণমাধ্যমসহ আরও ৪ খাত সংস্কারে কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও গণমাধ্যমসহ আরও চার খাত সংস্কারে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন চার কমিশনের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন চার কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন পরিবেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকেই কমিশন গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্যবিষয়ক কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, গণমাধ্যম কমিশনের প্রধান কলামিস্ট কামাল আহমেদ, শ্রমিক অধিকার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন খান এবং নারী অধিকার কমিশনের প্রধান নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরিন পারভীন হক।

পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে ভবিষ্যতে কমিশন গঠনের সম্ভাবনার কথাও জানান।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে