ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কবে চালু হচ্ছে মেট্রোর মিরপুর ১০ স্টেশন, জানা গেল

২০২৪ অক্টোবর ১২ ১৮:২৮:৩১
কবে চালু হচ্ছে মেট্রোর মিরপুর ১০ স্টেশন, জানা গেল

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। দু-একদিনের মধ্যেই স্টেশনটি চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

এর আগে ১৯ জুলাই ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর সেকশন স্টেশন। বিগত আওয়ামী লীগ সরকার এ দুটি স্টেশন চালু করতে এক বছর সময়ের কথা বলে।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে মাত্র ৬২ দিনেই চালু করে কাজীপাড়া স্টেশন। এরপর অপেক্ষা ছিল মিরপুর-১০ নিয়ে। অবশেষে মাত্র ৩ মাসের মধ্যেই আবারো চালু হচ্ছে এ স্টেশন।

কর্তৃপক্ষ বলছে, মিরপুর ১০ স্টেশনে চূড়ান্ত পরীক্ষার প্রতিটি ধাপ সফলভাবে শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। সবকিছুই সন্তোষজনক।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারবো।’

মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশেষ করে যে কোনো পরিস্থিতে নিরাপত্তায় বেশি জোর দেয়ার তাগিদ তাদের।

যোগাযোগ বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান বলেন, ‘স্থানীয় যে ব্যবস্থাপনা আছে বিশেষ করে স্থানীয় যে টেকনিশিয়ান, যন্ত্রাংশ দিয়ে মেট্রোর যদি কোনো ধরণের মেরামত বা সংস্কার করা যায় সেই সক্ষমতা আমাদের তৈরি করতে হবে। এটাই কিন্তু টেকসই উন্নয়নের দর্শন।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে