ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে সেমিনারে মধ্যপ্রাচ্যের মুসলিম নারীদের নিরাপত্তা দাবি

২০২৪ এপ্রিল ০৪ ১৬:৪৩:৩৮
যুক্তরাষ্ট্রে সেমিনারে মধ্যপ্রাচ্যের মুসলিম নারীদের নিরাপত্তা দাবি

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের সকল মুসলিম নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) দুটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (০১ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত সেমিনারে শান্তি প্রতিষ্ঠাসহ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

সোমবার বিকেলে প্রথমে এমআইটিতে এবং সন্ধ্যার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সেমিনার দুটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারীসহ পাকিস্তান ও শ্রীলংকান আরও দুই মুসলিম নারী অংশ নেন।

অংশগ্রহণকারীরা হলেন, এএমএমডাব্লিউইসি-এর প্রতিষ্ঠাতা সভাপতি আনিলা আলী, নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারহানা খোরশেদ, মুসলিম উমেন স্পিকার্সের প্রতিষ্ঠাতা সভাপতি সোরায়া ডীন এবং এএমএমডাব্লিউইসির নির্বাহী বোর্ডের সদস্য জেবুন্নেসা জেবা জুবায়ের।

অংশগ্রহণকারীরা বলেন, সমাজে শান্তি, আস্থা ও সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। এই প্রচেষ্টার মাধ্যমে, আমরা এই অঞ্চলের সমস্ত জাতির জন্য আরও প্রতিশ্রুতিশীল ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করব এবং সহযোগিতা করব।

বক্তারা বলেন, হামাস-ইসরাইল যুদ্ধ হচ্ছে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর এগিয়ে যাওয়ার কৌশল। ছোট দেশগুলো শুরু করবে, তারপর বড় দেশগুলো এগিয়ে যাবে সৌদি আরবের নেতৃত্বে। সৌদি আরবের পবিত্র শহর মক্কা রয়েছে। ইসরায়েল বিশ্বের শীর্ষস্থানীয় তিনটি ধর্মীয় পবিত্র স্থানের আবাসস্থল।

বক্তারা বলেন, আমরা শান্তির পক্ষে ওকালতি করে ইসরায়েলি, বাহরাইন, ইহুদি এবং মুসলমানদের মধ্যে সেতু নির্মাণ করতে চাই। হামাস-ইসরায়েল যুদ্ধ অবিলম্বে বন্ধ করে মুসলিম নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে