ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মাসের প্রথমার্ধে যে ১০ কোম্পানিতে সর্বোচ্চ মুনাফা

২০২৫ ডিসেম্বর ১৬ ১৫:৩২:০৯
মাসের প্রথমার্ধে যে ১০ কোম্পানিতে সর্বোচ্চ মুনাফা

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের (ডিসেম্বর’২৫) প্রথমার্ধে বা ১৫ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে প্রায় ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে ৪ হাজার ৫২৩ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। এই ১৫ দিনে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে বা মুনাফা হয়েছে ঝিলবাংলা সুগার মিলসের। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

১৫ দিনে ডিএসইতে কোম্পানিটির দর ৫৫ টাকা ৫০ পয়সা বা ৬১.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ টাকা ১০ পয়সায়।

আলোচ্য সময়ে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিডি ওয়েল্ডিংয়ের। ১৫ দিনে কোম্পানিটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৩৬.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৫০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিডি থাই ফুডের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ২৬.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়।

অন্য ৭ কোম্পানির মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিকসের ১৩ টাকা ৮০ পয়সা বা ২২.৮১ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২ টাকা ৩০ পয়সা বা ২০.৩৫ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ টাকা ১০ পয়সা বা ১৯.৬৪ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ২ টাকা বা ১৯.৬১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ টাকা বা ১৯.৬১ শতাংশ, নর্দার্ন জুটের ১৬ টাকা ১০ পয়সা বা ১৯.৩৭ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫ টাকা ৮০ পয়সা বা ১৮.৫৯ শতাংশ দর বেড়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে