ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ব্রুনাইয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের ইফতার

২০২৪ এপ্রিল ০৩ ১৬:২১:৪২
ব্রুনাইয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের ইফতার

প্রবাস ডেস্ক : ব্রুনাইয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানী বন্দর সেরিবেগওয়ানে ম্যানগ্রোভ প্যারাডাইস রির্সোটে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী সরকার। সঞ্চালনায় ছিলেন একেএম জসিম উদ্দিন।

ইফতারে ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশি পরিবারের পাশাপাশি ব্রুনাইয়ের স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার ও তুরস্কের রাষ্ট্রদূত।

এছাড়াও ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের অর্থনৈতিক কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাসের প্রধান মিশন, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্রুনাইয়ের সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তিবর্গ ইফতার অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন হাফেজ হাবিব উল্লাহ হানিফ।

প্রধান অতিথির বক্তৃতায় হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বলেন, মুসলিম উম্মাহর সবচেয়ে মহিমান্বিত মাস হলো রমজান। আর এ মাসের নাজাতের শেষ ১০ দিন শুরু হয়েছে। এ মাসে আমরা সমাজের সবার সঙ্গে আমাদের সম্পদ ও আনন্দ ভাগ করার সুযোগ পেয়ে থাকি। ব্রুনাই প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল হোক।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

নাহিদা রহমান সুমনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে আরও উচ্চ অবস্থানে নিয়ে যেতে এবং জনগণ যাতে সমৃদ্ধি পায় সেজন্য সবাইকে কাজ করতে হবে।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে