ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

এক মাসে ৩৮ ভূমিকম্প! যা বলছেন বিশেষজ্ঞরা

২০২৬ জানুয়ারি ০৫ ১০:১৩:১৭
এক মাসে ৩৮ ভূমিকম্প! যা বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক : গত ডিসেম্বরে ইরাকে মোট ৩৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, এসব ভূমিকম্পের বেশিরভাগই দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সংঘটিত হয়েছে। খবর শাফাক নিউজ।

সংস্থাটির ভূকম্পন পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আলী আবদুল খালিক জানান, রেকর্ড করা ভূমিকম্পগুলোর মধ্যে ১৬টি ইরাকের ভেতরে এবং বাকি ২২টি সীমান্তবর্তী পার্শ্ববর্তী দেশগুলোতে ঘটেছে।

সীমান্তবর্তী ভূমিকম্পগুলোর মধ্যে ১১টি ইরানে, ১০টি তুরস্কে এবং একটি সিরিয়ায় রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ১ দশমিক ১ থেকে ৪ দশমিক ৫ পর্যন্ত। ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ৯ থেকে ৩৯ কিলোমিটার।

ইরাকের অভ্যন্তরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে দিয়ালা ও নিনেভে প্রদেশে—প্রতিটিতে চারটি করে। এছাড়া সুলাইমানিয়া ও এরবিল প্রদেশে তিনটি করে এবং কিরকুক প্রদেশে দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

আলী আবদুল খালিক আরও জানান, দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোনো ভূমিকম্প ঘটেনি। এর কারণ হিসেবে তিনি আরবীয় টেকটোনিক প্লেটের গতিবিধির কথা উল্লেখ করেন, যার ফলে ইরাকের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা তুলনামূলকভাবে বেশি।

তিনি বলেন, ডিসেম্বরে সংঘটিত এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কোনো জরুরি সতর্কতাও জারি করতে হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে