ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ব্যবহারকারীদের জন্য বড় আপডেট চালু করেছে গুগল

২০২৫ ডিসেম্বর ১৪ ১২:৩২:১৫
ব্যবহারকারীদের জন্য বড় আপডেট চালু করেছে গুগল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য গুগল ট্রান্সলেট-এ বড় আপডেট চালু করেছে গুগল। নতুন এই আপডেটে যুক্ত হয়েছে রিয়েল-টাইম অডিও অনুবাদ সুবিধা, যা সরাসরি হেডফোন ব্যবহার করেই পাওয়া যাবে। ফলে ভাষাগত বাধা দূর করতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল হবে।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেটা সংস্করণে চালু হওয়া এই ফিচারটি ব্যবহারের জন্য প্রয়োজন হবে একটি উপযোগী অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং গুগল ট্রান্সলেট অ্যাপ। একবার সেটআপ করলেই ব্যবহারকারীরা ৭০টিরও বেশি ভাষায় লাইভ অডিও অনুবাদ শুনতে পারবেন।

গুগল জানিয়েছে, এই ফিচারটির কার্যকারিতা বাড়াতে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল জেমিনি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বাগধারা, প্রবাদ–প্রবচন, আঞ্চলিক অভিব্যক্তি কিংবা স্ল্যাংয়ের মতো সূক্ষ্ম অর্থবোধক বাক্যাংশের অনুবাদ আগের চেয়ে আরও নির্ভুল করার চেষ্টা করা হয়েছে।

এক বিবৃতিতে গুগল জানায়, টেক্সট অনুবাদের পাশাপাশি হেডফোনভিত্তিক লাইভ স্পিচ–টু–স্পিচ অনুবাদের একটি বেটা অভিজ্ঞতা চালু করা হয়েছে। একই সঙ্গে ভাষা শেখার অনুশীলন ও দক্ষতা বাড়াতে অ্যাপে নতুন ভাষাও যুক্ত করা হচ্ছে।

এর আগে এই রিয়েল-টাইম অনুবাদ সুবিধা কেবল পিক্সেল বাডস ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। তবে নতুন বেটা সংস্করণ চালুর ফলে এখন যেকোনো সাধারণ হেডফোনকেই একমুখী লাইভ ট্রান্সলেশন ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে।

গুগলের মতে, দৈনন্দিন যোগাযোগে ভাষাগত জটিলতা কমাতে এই ফিচারটি কার্যকর ভূমিকা রাখবে। বিদেশ ভ্রমণের সময় পাবলিক ঘোষণা বোঝা, ভিন্ন ভাষাভাষীর সঙ্গে কথোপকথন কিংবা অন্য ভাষার টিভি অনুষ্ঠান ও অনলাইন কনটেন্ট অনুসরণ—সব ক্ষেত্রেই এটি সহায়ক হবে।

গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রোজ ইয়াও বলেন, ভিন্ন ভাষায় কথা বলা বা বিদেশে অবস্থানকালে কোনো ভাষণ শোনা এখন অনেক সহজ হবে। ব্যবহারকারীরা শুধু হেডফোন লাগিয়ে ট্রান্সলেট অ্যাপ খুলে লাইভ ট্রান্সলেট অপশনে ট্যাপ করলেই পছন্দের ভাষায় রিয়েল-টাইম অনুবাদ শুনতে পারবেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে এই বেটা সংস্করণ চালু করা হচ্ছে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে iOS প্ল্যাটফর্মসহ আরও অনেক দেশে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ব্যবহারকারীদের ভাষা চর্চার ওপর ভিত্তি করে সহায়ক পরামর্শ দিতে উন্নত ফিডব্যাক সিস্টেম যুক্ত করা হবে।

এ ছাড়া ভাষা শেখার ধারাবাহিকতা বজায় রাখতে এবং দৈনন্দিন অগ্রগতি পর্যবেক্ষণের জন্য স্ট্রিক ট্র্যাকিং ফিচারও চালুর ঘোষণা দিয়েছে গুগল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে